2025-01-04
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

গত তিন বছরে প্রতিটি ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট ড্রেইন নির্মাণ করা হয়েছে : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২১ সালে বিজেপি শাসিত পুর নিগম গঠিত হয়েছিল। কিছুদিন পূর্বে তিন বছর পূর্তি হয়েছে। তিন বছর পর পূর্তিকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পুর নিগমের ৪ নং ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণা দেবনাথ এর উদ্যোগে শনিবার এক আলোচনা সভা এবং দুস্থদের মধ্যে বস্ত্র দান কর্মসূচির আয়োজন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বড়জলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত তিন বছরে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট ড্রেইন নির্মাণ করা হয়েছে। শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে।

কিন্তু আরো কাজ বাকি আছে। যা আগামী দিনে সম্পূর্ণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। জনগণ নিজেদের উপলব্ধি থেকে বিচার করবে পুর নিগম কতটা কাজ করতে পেরেছে। বামফ্রন্টের সময়ে ২৫ বছরে কোন কাজ হয়নি পুর নিগমে। বামফ্রন্টের সময় পুর নিগম এবং বর্তমানে বিজেপি শাসিত নিগম উন্নয়নের পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন।

অপরদিকে বড়জলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস উনার বক্তব্যে বলেন এতকিছু কাজ করার পরও ভোটের বাক্সে তার প্রতিফলন না ঘটায় বিস্ময় প্রকাশ করেন। অপরদিকে পুরনিগমের ৬ নং ওয়ার্ডের উদ্যোগেও এদিন অনুষ্ঠিত হয় বস্ত্র দান কর্মসূচি সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service