2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত জাতি উপজাতিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হলো আমরা বাঙালী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই মাস অতিক্রান্ত হতে চললেও এখনও গণ্ডাছড়ায় বাড়িঘরে হামলা- লুটপাটের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। স্বাভাবিক ভাবে এনিয়ে ক্ষোভ উগরে দিলেন আমরা বাঙালী নেতৃত্ব। গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালিদের নিরাপত্তা ও রিয়াং শরণার্থীদের মতো ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাল আমরা বাঙালী।

বৃহস্পতিবার রাজধানীর শিবনগর দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ কর্মসূচী পালন করে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সচিব সহ অন্যরা। রাজ্য সচিব ক্ষোভ উগরে দিয়ে জানান, গণ্ডাছড়ায় বাড়ি ঘরে হামলা লুটপাটের ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

তিনি অভিযোগ করেন শাসক দলের লোক জড়িত রয়েছে বলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। গণ্ডাছড়ার আক্রান্ত মানুষদের চাপ দেওয়া হচ্ছে শিবির ছেড়ে দেওয়ার জন্য। গণ্ডাছড়ার মানুষের পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তারা। উল্লেখ্য বহু পরিবার এখনও শরণার্থী শিবিরে রয়েছেন। সরকারি ভাবে এখনও সকলকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service