2025-10-17
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

খোয়াই সীমান্তে হত্যাকাণ্ড: বাংলাদেশ বলছে ‘অগ্রহণযোগ্য ও ন্যায়বিরোধী’, স্বচ্ছ তদন্ত চায় ভারতের কাছে ঢাকা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার খোয়াই জেলায় গরু চুরির অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নিন্দা জানিয়েছে। নিহতরা হলেন জুয়াল মিয়া, সাজল মিয়া ও পণ্ডিত মিয়া।

বাংলাদেশ সরকারের বিবৃতিতে ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলা হয়েছে, এটি “মানবাধিকার এবং আইনের শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন”। ঢাকা, ভারতের কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আর্জি জানিয়েছে।

ঘটনাটি ১৫ অক্টোবর ঘটেছিল, যখন নিহতরা ভারতের সীমান্ত সংলগ্ন বিদ্যাবিল গ্রামে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিল। স্থানীয়দের হাতে তারা ধরা পড়ে এবং তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত বাংলাদেশিরা লাঠিসোটা ও অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গ্রামীণদের ওপর হামলা চালায়। এতে উত্তেজনা বাড়ে এবং স্থানীয় মানুষ তাদের রুখে দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তাঁরা জনতার হাতে নির্মমভাবে পিটিয়ে মারা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, “যে কোনো ব্যক্তি, জাতীয়তা নির্বিশেষে, মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষার অধিকার রাখে, এমনকি সীমান্ত অজান্তে পার হওয়ায়ও।” ঢাকা আশা করছে, দুই দেশের কর্তৃপক্ষ সহযোগিতায় সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা এবং মানবিক আচরণ নিশ্চিত করতে কাজ করবে।

ঘটনার পর ১৬ অক্টোবর একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় এবং নিহতদের দেহ বাংলাদেশ সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service