জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রামীণ স্তর থেকে খেলোয়াড়দের তুলে আনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। এই উদ্দেশ্যকে সামনে রেখেই বৃহস্পতিবার খেজুরবাগানস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয়, এিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা । সভায় পৌরোহিত্য করেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী তথা স্কুল স্পোর্টস বোর্ড এর চেয়ারম্যান টিংকু রায়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্য ব্রত নাথ, সচিব অপু রায় সহ অন্যান্য আধিকারিকরা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান, খেলাধুলা খেলোয়ারদের উৎসাহিত করতে এবং তাদের কোন দুর্ঘটনায় সাহায্য করার জন্য চলতি বছরের বাজেটে রাজ্য সরকার বিরাট অংকের অর্থ বরাদ্দ রেখেছে। এযাবৎকাল ধরে খেলোয়ারদের সাহায্যের জন্য কোন প্রকার অর্থসংস্থান রাখা হতো না। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজেই একজন স্পোর্টসম্যান হওয়ার সুবাদে খেলোয়ারদের কথা মাথায় রেখে এ বছরের বাজেটে বিশাল অর্থ বরাদ্দ করেছেন।
Leave feedback about this