জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ক্রিকেটার সম্রাট সিনহার বিরুদ্ধে এবার সরাসরি প্রতারণার অভিযোগ আনল আগরতলা শতদল সংঘের কর্মকর্তারা। এবছর ঘরোয়া ক্রিকেটে ক্লাবের হয়ে খেলার জন্য আর্থিক চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও সম্রাট
ক্রিকেট এসোসিয়েশনের একাংশ কর্মকর্তাদের মদতে অন্য দলের হয়ে সই করেছে।বুধবার ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক অধীর দেবনাথ জানান, ক্লাবের হয়ে এবছর ক্রিকেটার সম্রাট সিনহা চুক্তিবদ্ধ হলেও পরবর্তী সময়ে টি সি এর একাংশের পরোক্ষ মদতে অপর আরেকটি দলের হয়ে স্বাক্ষর করে সে। ক্লাবের হয়ে সই করার আগে ৪০ হাজার টাকাও নেয় সম্রাট। টাকা নেওয়া সত্বেও ক্লাবের হয়ে খেলতে নারাজ সে। বিষয়টি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সম্রাটের প্রতারণার বিষয়টি টিসিএ সভাপতি সহ অন্যদের জানানো হলেও, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টিসি এর এই ভূমিকায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ক্লাব।
Leave feedback about this