2024-12-15
agartala,tripura
খেলা

টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেটের অনুশীলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-টি.সি.এ পরিচালিত সিনিয়র টি-টোয়েন্টি ক্লাব ভিওিক ক্রিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে সব ক’টি দল ব্যস্ত অনুশীলনে। অন্যান্য দলের পাশাপাশি সোমবার U.B.S.T দলকেও দেখা গেলো নেটে ঘাম ঝড়াতে।দলের কোচের বক্তব্য প্রতিদিন নিয়ম করে অনুশীলন চালিয়ে যাচ্ছে U.B.S.T’র ক্রিকেটাররা। দলের ভালো ফলাফল নিয়ে আশাবাদী কোচ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service