2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

কমনওয়েলথে সোনা পদক জিতে জাতীয় রেকর্ড করলো মীরাবাঈ চানু

জনতার কলম ওয়েবডেস্ক :- রেকর্ড গড়লেন সাইখম মীরাবাঈ চানু বিশ্ব কমনওয়েলথ গেমসে। জিতলেন সোনা পদক। চলতি কমনওয়েলথ গেমসে এটাই ভারতের প্রথম সোনা। এবং এই পদক জয়কে পাখির নজরে দেখছেন ভারতীয় অ্যাথলিটকে। কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা দিতে পেরে খুশি ব্যক্ত করলেন মীরাবাঈ। স্ন্যাচে ৯০ কেজি তুলতে চেষ্টা করেছিল, মীরা না পারলেও আত্মবিশ্বাস হারায়নি, তাঁরই ফল হিসেবে সোনা পদক আনলো দেশে। শনিবার পদক জয়ের পর চানু জানান এই পদক কোচ ও পরিবারকে উৎসর্গ করলাম। তবে যাই হউক জাতীয় রেকর্ড ও কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড করলো সাইখম মীরাবাঈ চানু।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service