2024-12-17
agartala,tripura
খেলা

১৪বছরের তরুণীর দাপুটে জয় কমনওয়েলথে

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় কমনওয়েলথ গেমস স্কোয়াডের কণিষ্ঠতম সদস্য অনাহত সিংহ । শুক্রবার নিজের প্রথম ম্যাচ সিনিয়র স্তরে খেলতে নেমেছিলেন। আর প্রথম ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিলেন দিল্লির ১৪বছরের তরুণী অনাহত সিংহ। সিনিয়র স্তরে নিজের প্রথম ম্যাচে অনাহত ১১-৫, ১১-২ ও ১১-০ স্কোরলাইনে ম্যাচ জেতেন। অভয় জেতেন ১১-৫, ১১-৫, ১১-৫ স্কোরে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service