2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

ক্রীড়া মন্ত্রীর উপস্থিতিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধি :-খেলাধুলার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক।
রাজ্যের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে, তাই সরকার চেষ্টা করছে যুব সমাজের পাশে থাকতে। শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই সরকার তাদের পাশে ছিল আগামীতেও থাকবে।
ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন কোচিং সেন্টার ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বুধবার দুপুরে কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায় এর উপস্থিতিতে উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রের ১নং হলঘরে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জিলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শুক্লা মজুমদার, গোমতী জেলার জিলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন বিশিষ্ট শিক্ষাবিদ শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, প্রবীর দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, দপ্তরের যুগ্ম-অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগচী,বিপ্লব দত্ত, সহকারী অধিকর্তা ডক্টর ভারতী নিগম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংস্থার হাতে সরকারি উদ্যোগে অতিথিরা তুলে দেন বিভিন্ন ক্রীড়া সামগ্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service