2024-12-13
agartala,tripura
খেলা

পদকজয়ীদের সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-জাতীয় আসরে পদক জয়ীদের এবার সংবর্ধনা দিল ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন। আগরতলা বিবেকানন্দ ব্যায়ামাগারস্থিত এসোসিয়েশনের রাজ্য কার্যালয়ে পদকজয়ী অমল কুমার ঘোষ ও স্বপন দাসকে সংবর্ধনা জানায় সংস্থার কর্মকর্তারা। সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত জাতীয় আসরে মাস্টার্স থ্রি বিভাগে অমল একটি স্বর্ণপদক সহ তিনটি পদক পেল। এছাড়া স্বপনের দখলে আসে একটি রৌপ্য পদক।
গত ৫-১০ জুলাই হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে 22 জনের একটি দল অংশ নেয়। এতে সাফল্য বলতে একমাত্র মাস্টার্স থ্রী বিভাগে অমল কুমার ঘোষ একটি স্বর্ণপদক সহ তিনটি এবং স্বপন দাস একটি পদক জয়লাভ করে। জাতীয় এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে রাজ্যের হয়ে এই প্রথম স্বর্ণপদক পেল অমল। এর আগে ২০০৫ সালে মহিলা বিভাগের জাতীয় আসরের ত্রিপুরার হয়ে প্রথম স্বর্ণপদক পেয়েছিল রতন মনি রায় চৌধুরী। ফলে স্বাভাবিকভাবেই আমলের এই পদক রাজ্যবাসীর কাছে অনেকটাই গর্বের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service