2024-12-18
agartala,tripura
খেলা

বিগত দিনের মতো এবারও ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন করল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রতিবছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। এবারও তার ব্যতিক্রম নয়। দিবসটি উদযাপন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত এই আলোচনা চক্রে পৌরহিত্য টি.এস.জে.সি সভাপতি সরযূ চক্রবর্তী। ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা যথেষ্ট প্রাসঙ্গিক বিষয়ক আলোচনাচক্রে সংশ্লিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশেষ করে প্রখ্যাত কোচ এবং সংগঠক বিমল কুমার রায় চৌধুরী, রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী প্রখ্যাত জিমনাস্ট মন্টু দেবনাথ, প্রাক্তন রঞ্জি অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞ রাজীব দেববর্মা, ক্রীড়া সংগঠক ড. সুজিত রায় প্রমূখ আলোচনায় অংশ নিয়ে মিডিয়া জগতে ক্রীড়া সাংবাদিকতার ইতিবাচক ভূমিকা এবং ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতার সম্পৃক্ত ভূমিকার কথা তুলে ধরেন। আলোচকদের প্রত্যেকেই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই উদ্যোগের ভৃয়ষী প্রশংসা করেন। সাধুবাদ জানান ক্রীড়া আঙ্গিনায় বর্তমান প্রেক্ষাপটে এধরনের একটা উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য। ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা শুধুমাত্র পাঠককেই প্রভাবিত করে না, প্রত্যক্ষভাবে খেলোয়ারদের আর পরোক্ষভাবে সংগঠকদেরও যথেষ্ট ভাবে প্রভাবিত করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service