জনতার কলম ওয়েবডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেমে রেকর্ড পার্টনাশিপ গড়লেন সঞ্জু স্যামসন ও দীপক হুডা । জুটিতে ১৭৬ রান বোর্ডে যোগ করলেন দুজনে। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকালেন দীপক হুডা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সঞ্জু স্যামসনও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২২৭ রান তুলে নিল ভারত।ওপেনে ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন নেমেছিলেন। মাত্র ৩ রান করে ঈশান ফিরে গেলেও দীপক হুডাকে নিয়ে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন ২ ব্যাটার। ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। স্যামসন ৪২ বলে ৭৭ রান করে ফিরে গেলেও আটকানো যায়নি হুডাকে। তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেলেন মাত্র ৫৫ বলে। স্যামসনের ঝুলিতে ছিল ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। অন্যদিকে হুডার ঝুলিতে ছিল ৯টি বাউন্ডার ও ৬টি ছক্কা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন হুডা। নিজে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠে ছেড়েছিলেন তিনি।
খেলা
টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন ২ ব্যাটার স্যামসন ও দীপক হুডা
- by janatar kalam
- 2022-06-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this