জনতার কলম প্রতিনিধিঃ- ম্যাচের ২৮ মিনিটের মাথায় সেবাস্তিয়ান জিমান্সকির পাস থেকে পোল্যান্ডের হয়ে বল জালে জড়িয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি, ৪২ মিনিটের মাথায় ডি ব্রুইনের শট আটকে দেন পোল্যান্ডের গোলকিপার । কিন্তু ফিরতি বল পেয়েই বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল। ম্যাচের ৫৯ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। বেলজিয়ামের হয়ে ৭৩ মিনিট ও ৮০ মিনিটে জোড়া গোল লিয়েন্দ্রো ট্রসার্ডের।
খেলা
পোল্যান্ডের বিরুদ্ধে বেলজিয়ামের গোলবন্যা
- by janatar kalam
- 2022-06-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this