2024-12-18
agartala,tripura
খেলা

টেনিসে মেয়েদের সিঙ্গলসে ব্যাপক রদবদল, ছেলেদের মধ্যে একধাপ এগোলেন রাফায়েল নাদাল

জনতার কলম প্রতিনিধিঃ- টেনিস র‍্যাঙ্কিংয়ে ব্যাপক রদবদল দেখা দিয়েছে ফরাসি ওপেন শেষ হওয়ার পরই। বলা চলে বিশেষ করে মেয়েদের সিঙ্গলসে ব্যাপক রদবদল হয়েছে। ছেলেদের সিঙ্গলসে র‍্যাঙ্কিংয়ে উন্নতি রাফায়েল নাদাল। মেয়েদের র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এলেন ফ্লোরিডার টেনিস তারকা কোকো গফ, ফরাসি ওপেনের ফাইনালে উঠতেই র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এলেন কোকো গফ । শীর্ষেই থাকলেন ইগা স্বোয়াতেক । ৩ ধাপ উপরে উঠে ২ নম্বরে চলে এলেন এস্তোনিয়ার অ্যানেত কোন্তাভিয়েত । এক ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এলেন পলা বাদোসা । র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাবালেঙ্কা , প্লিসকোভা , জেসিকা পেগুলার । ছেলেদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেন রাফায়েল নাদাল । ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক এখন টেনিস র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে আছেন । ক্রমতালিকায় শীর্ষে আছেন নোভাক জোকোভিচ । দ্বিতীয় স্থানে দানিল মেদভেদেভ । তিন নম্বরে আছেন আলেকজান্ডার জেরেভ । ফরাসি ওপেনে রানার্স আপ ক্যাসপার রুদেরও টেনিস ক্রমতালিকায় উন্নতি হয়েছে । দু’ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন নরওয়ের টেনিস তারকা । এক ধাপ নামলেন স্টেফানোস সিসিপাস । এক ধাপ নেমে গিয়েছেন কার্লোস আলকারাজ , আন্দ্রে রুবলেভ । অন্যদিকে টেনিস র‍্যাঙ্কিংয়ে ৫০ নম্বরে নেমে গেলেন রজার ফেডেরার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service