2024-12-19
agartala,tripura
খেলা

প্রথম বারেই চ্যাম্পিয়ন হতে মরিয়া গুজরাট টাইটান্স

জনতার কলম প্রতিনিধিঃ- রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আই পি এল ২০২২ এর ফাইনালে মুখোমুখি হচ্ছে গুজরাট এবং রাজস্থান। এ যেন ঠিক পয়েন্ট টেবিলের এক বনাম দুইয়ের লড়াই। ইডেনে রাজস্থানকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে যায় গুজরাত টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে আবির্ভাবেই চমকে দিয়েছে গুজরাত। এ বার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়তে চান হারদিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। বলা চলে আইপিএলে প্রথম বার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড একমাত্র রাজস্থান রয়্যালসের দখলেই আছে । ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় রাজস্থান। এরপর ১৪ বছর কোনও সাফল্য নেই । ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রাজস্থানের সামনে। শেন ওয়ার্নের আশীর্বাদ যেন ঝরে পড়ছে বাটলারদের উপরে। তবে গুজরাত ফাইনাল খেলবে ঘরের মাঠে। হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়েই ট্রফি

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service