জনতার কলম প্রতিনিধিঃ- আইপিএল 2022 এর প্রথম কোয়ালিফাই ম্যাচে রাজস্থান কে পরাস্ত করল গুজরাট। এদিন রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ১৮৮/৬ বিরাট লক্ষমাত্রা ছুড়ে দেয় গুজরাটকে, তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা।পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে চেনে কিলার মিলার নামে। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাত। ৭ উইকেটে ম্যাচ জিতে হার্দিক পাণ্ড্যরা পৌঁছে গেলেন আইপিএল ফাইনালে। ঘরের মাঠে ট্রফি জয়ের সুযোগ হার্দিকদের সামনে। কারণ, ২৯ মে আইপিএলের ফাইনাল আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে। কিন্তু এদিন এদিন ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের দ্বিতীয় বলে যখন স্যুইংয়ে পরাস্ত হয়ে শূন্য রানে কট বিহাইন্ড হয়ে ফিরছেন ঋদ্ধিমান সাহা, গোটা গ্যালারিতে যেন শোকের ছায়া। ঘরের মাঠে জবাব দেওয়ার মঞ্চে জ্বলে উঠবেন বঙ্গ তারকা, অনেকেই সেটা মনে করেছিলেন। পারলেন না ঋদ্ধিমান।
খেলা
প্রথম কোয়ালিফাই ম্যাচে গুজরাটের রাজস্থান বধ
- by janatar kalam
- 2022-05-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this