জনতার কলম প্রতিনিধিঃ- আজ আইপিএল ২০২২ এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ইডেন গার্ডেন্সে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স। সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়া দুই অধিনায়কই প্রস্তুত প্রথম কোয়ালিফায়ার জিতে সোজা ফাইনালের টিকিট নিশ্চিত করতে। গুজরাতে আছেন মহম্মদ সামি আর ঋদ্ধিমান সাহ । বাংলার দুই ক্রিকেটারের জন্য গলা ফাটাতে তৈরি ইডেনও । সঙ্গে থাকছে রাজস্থানের জস বাটলার আর যুজবেন্দ্র চাহাল । বাটলার ক্রিজে টিকে গেলে যে ভয়ংকর হয়ে ওঠেন , তা কারও অজানা নয় । ইডেন দর্শকরাও মুখিয়ে আছেন বাটলার শো – এর জন্য ।
খেলা
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট এবং রাজস্থান
- by janatar kalam
- 2022-05-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this