জনতার কলম প্রতিনিধিঃ- শনিবার চলতি আইপিএলের ৬৯ তম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। শুক্রবার রাতে ব্র্যাবোর্নে সঞ্জু স্যামসনে রাজস্থান ৫ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে । ওই ম্যাচে জিতে প্লে অফের টিকিট হাতে পেয়েছে গোলাপি শহরের দল । রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে নজর ছিল জস বাটলারের ব্যাটে । তবে ধোনিদের বিরুদ্ধে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন বাটলার । তার পরও এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ রয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের মাথায় । চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬৮ টি ম্যাচ হয়েছে । টুর্নামেন্ট শেষের দিকে চলে এসেছে । প্রতি বছর আইপিএলের সব থেকে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। আর এই দৌড়ে এখন অবধি এগিয়ে জস বাটলার।
খেলা
কমলা টুপির দৌড়ে এগিয়ে রাজস্থান রয়্যালসের জস বাটলার
- by janatar kalam
- 2022-05-21
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this