2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

আজ গুজরাটের মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর

জনতার কলম প্রতিনিধিঃ- এ বারের আইপিএলে যেন স্বপ্নের দৌড় চলছে গুজরাত টাইটান্সের । ঋদ্ধিমান সাহা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি থেকে রশিদ খান । ব্যাটিং এবং বোলিং— দুটো বিভাগই দুরন্ত পারফর্ম করছে । তারকা সমৃদ্ধ টিম হলে কী হবে , তাঁরা সবাই নিজেদের দায়িত্ব যথাযথ পালন করছেন। আর সেই কারণেই প্রথম আইপিএল মরসুমেও এতটাই ঝকঝকে দেখাচ্ছে গুজরাতকে। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের মগডালে রয়েছে হার্দিক পান্ডিয়ার টিম। তাদের বিরুদ্ধেই আজ মাঠে নামছে ফাফ দু’প্লেসি – বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি একেবারে ছন্দে নেই তা বলা যাবে না । তবে তাদের টিমের সেরা তারকা বিরাট কোহলি রান পাচ্ছেন না , তা নিয়েই যত চৰ্চা চলছে । প্লে – অফে নিজেদের জায়গা পাকা করতে হলে গুজরাতের বিরুদ্ধে আজ জিততেই হবে বিরাটদের । সেই সঙ্গে রান রেটও বাড়াতে হবে খানিকটা । না হলে কিন্তু ১৬ পয়েন্টে প্লে – অফের অঙ্ক পরিষ্কার করা যাবে না । প্লে – অফের অঙ্কটা বেশ কঠিন বিরাটদের জন্য । তাদের রান রেট -০.৩২৩ । লিগ টেবলের চার নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস যদি মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারে , তা হলে তাদেরও পয়েন্ট হবে ১৬। কিন্তু রান রেটে ভালো জায়গ থাকার সুবাদে তারাই চলে যাবে প্লে – অফে । এই মুহূর্তে ঋষভ পন্থের টিমের রান রেট +০.২৫৫ ৷ অর্থাৎ , ফাফ দু প্লেসির টিমের প্লে – অফে যেতে হলে দিল্লিকে হারতে হবে । পর পর দুটো ম্যাচ জিতে কিছুটা ভালো জায়গায় পৌঁছেছিল আরসিবি । কিন্তু শেষ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ৫৪ রানে হেরে বিপদে পড়ে গিয়েছে তারা । হার্দিকের টিমের বিরুদ্ধে যে কারণে দুরন্ত পারফরম্যান্স দেখতে চাইছেন তাঁদের টিমের ভক্তরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service