2024-12-18
agartala,tripura
খেলা

পার্পেল ক্যাপ ফিরে পেলেন যজুবেন্দ্র চ্যাহেল

জনতার কলম প্রতিনিধিঃ- কলকাতা : আইপিএল ২০২২ এর চলতি মরসুমে এখনও অবধি ৬৩ টি ম্যাচ হয়েছে । আর এবারের আইপিএলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের মধ্যে ও লড়াই চলছে হাড্ডাহাড্ডি। সোমবার , ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মরণ – বাঁচন ম্যাচে নামবে মায়াঙ্কের পঞ্জাব কিংস এবং ঋষভের দিল্লি ক্যাপিটালস দীর্ঘদিন যুজি ছিলেন পার্পল ক্যাপের মালিক । তবে অবশেষে সেই ক্যাপ হাতছাড়া হয় তাঁর । আরসিবির ভানিন্দু হাসারঙ্গা তাতে ভাগ বসান। তবে রবিরাতে লখনউ সুপার জায়ান্টসের দীপক হুড়ার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ফের পার্পল ক্যাপ হাতে ফিরে পেয়েছেন রাজস্থান রয়ালসের যুজবেন্দ্র চাহাল । আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service