2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

ম্যাচের সেরা হয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন বাংলার ক্রিকেটার

জনতার কলম প্রতিনিধিঃ- আইপিএল ২০২২ এর ৬২ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস, প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে চেন্নাই। জবাবে গুজরাত ৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ঋদ্ধিমান সাহার অপরাজিত ৫৭ বলে ৬৭ রানের ইনিংস সৌজন্যে। উইকেটের পিছনে দাঁড়িয়েও দু’টি ক্যাচ তালুবন্দি করেছেন ঋদ্ধি। ম্যাচের সেরা হয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন ঋদ্ধিমান। বাংলার ক্রিকেটার লিখলেন, “এটা ভেবে শান্তি লাগছে যে, চেরিতে দু’বার কামড় দিতে পারব। প্রথম দুয়ে শেষ করলাম। ভাল লাগছে যে, আজ শেষ পর্যন্ত থাকতে পারলাম।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service