2024-12-20
Ramnagar, Agartala,Tripura
খেলা

আইপিএল 2022 এর লীগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসলো রাজস্থান রয়েলস

জনতার কলম প্রতিনিধিঃ- রবিবার এদিকে আইপিএলের ৬৩ নম্বর ম্যাচে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়েন্টস। রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান ২৪ রানে লখনউকে হারিয়ে লিগ টেবিলে দুয়ে উঠে আসল। বলা চলে ক্লিনিক্যাল পারফরম্যান্সে রাজস্থান এদিন বাজিমাত করল। অন্যদিকে রাজস্থানের কাছে হেরে লখনউ নেমে আসল তিনে। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে রাজস্থান এখন ‘সেকেন্ড বয়’। ম্যাচের আগে লখনউ ছিল দুয়ে, রাজস্থান ছিল তিনে। লিগের সাপলুডোর খেলায় বিষয়টা এখন বদলে গেল। রাজস্থান এদিন টস জিতে প্রথমে ব্য়াট করে। নির্ধারিত ওভারে রয়্যালসরা ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে। ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল ২৯ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংস খেলেন। ৬টি চার ও ১টি ছয় মারেন তিনি। তবে জস বাটলারকে মাত্র ২ রানেই ফিরতে হয়। ৭৫ রানে দুই ওপেনারকে হারানো রাজস্থানের হয়ে বাকি রান ধীরে ধীরে তোলেন অধিনায়ক সঞ্জু স্যামসন (৩২), দেবদত্ত পাড়িক্কল (৩৯), রিয়ান পরাগ (১৯), জেমস নিশাম (১৪), আর অশ্বিন (১০*) ও ট্রেন্ট বোল্ট (১৭*)। এই রান তাড়া করতে নেমে ২৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে লখনউ। টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে কারোর রানই বলার মতো নয়। চারে নেমে দীপক হুডা লড়াই করার আপ্রাণ চেষ্টা করেন। ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। পাঁচে নামা ক্রুনাল পাণ্ডিয়া (২৫) ও ছয়ে ব্যাট করতে আসা মার্কাস স্টোইনিস (২৭) চেষ্টা করেছিলেন দলকে লড়াইয়ে রাখার কিন্তু হয়নি সেটা। তবে ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা ও ওবেড ম্য়াককয় দুই উইকেট করে তুলে নিয়ে লখনউয়ের সিরদাঁড়া ভেঙে দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service