2024-11-25
agartala,tripura
খেলা

এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরের বড়সড় ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন রুপিন্দর

জনতার কলম প্রতিনিধিঃ- ১০ দিন পর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসতে চলেছে এশিয়া কাপ হকির আসর । তবে এশিয়া কাপ শুরু হওয়ার আগেই জোর ধাক্কা খেল টিম ইন্ডিয়া । বলা চলে দিন কয়েক আগেই এশিয়া কাপের জন্য হকি ইন্ডিয়ার তরফ থেকে ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল । অবসর ভেঙে ভারতের দুই সিনিয়র প্লেয়ার আবার ফিরেছেন জাতীয় টিমে । তাঁদের মধ্যে একজনকে এশিয়া কাপের জন্য নেতাও বাছা হয়েছিল । সেই রুপিন্দর পাল সিং কবজির চোটে ছিটকে গেলেন । ট্রেনিংয়ের সময়ই চোট পান তিনি । রুপিন্দরের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছিল অপর এক সিনিয়র প্লেয়ার বীরেন্দ্র লাকরাকে । এ বার রুপিন্দর চোটে ছিটকে যাওয়ায় তাঁর বদলে ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হলেন বীরেন্দ্র লাকরা এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে বেঁছে নেওয়া হল এসভি সুনীলকে। ভারতীয় হকি দলের কোচ বিজে কারিয়াপ্পা বলেন , “ এটা দুর্ভাগ্যজনক যে রুপিন্দর ট্রেনিংয়ের সময় চোট পেয়েছেন এবং যার ফলে এশিয়া কাপে তিনি অংশ নিতে পারবেন না । বীরেন্দ্র ও সুনীল দু’জনই ভীষণ অভিজ্ঞ এবং অনেক বছর ধরে তাঁদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে । রুপিন্দরকে আমরা মিস করব । তবে আমাদের কাছে অনেক বিকল্প রয়েছে । আমরা খুব প্রতিভাবান একটা দল পেয়েছি । তাঁরা প্রত্যেকেই সুযোগের অপেক্ষায় রয়েছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service