জনতার কলম প্রতিনিধিঃ- চলতি আইপিএলের শেষ লগ্নে বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। কেননা পাঁজরের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে বাদ দিয়েই বাকি টুর্নামেন্টে খেলতে হবে মহেন্দ্র সিংহ ধোনিদের। বলা চলে কিছু দিন আগেই দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি । জানিয়েছিলেন নিজের খেলায় নজর দিতে চান। কিন্তু তার পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট লাগে জাডেজার। ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে ছিলেন না জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে যে আইপিএলের বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে না সে কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন । তিনি বলেন , “ জাডেজার পাঁজরে বড় চোট লেগেছে । ফলে চিকিৎসকরা ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে । এর পরে খেললে চোট আরও বাড়তে পারে । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বারের আইপিএলের বাকি ম্যাচে জাডেজা আর খেলবে না । ”
খেলা
IPL থেকে ছিটকে গেলেন জাডেজা
- by janatar kalam
- 2022-05-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this