জনতার কলম প্রতিনিধঃ- আইপিএলের 2022 এর ৫৮ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে – অফের দৌড়ে নিজেদের অস্তিত্বের জানান দিলো ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস । এদিন দুই অজি তারকার তান্ডবে জিতলো দিল্লি। এদিনের ম্যাচটি অনুষ্ঠিত হয় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। এদিন অজি তারকা অল – রাউন্ডার মিচেল মার্শ প্রথমে বল হাতে নিজের কাজটা করেন রাজস্থানের ইনিংসে । এরপর ব্যাট হাতেও অনবদ্য পারফর্ম করে গেলেন মার্শ । আর তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার । একদিকে টুপটাপ চার – ছয়ের বৃষ্টি ঝরছিল মার্শের ব্যাট থেকে । সুযোগ পেয়ে ওয়ার্নারও হাত খুলছিলেন মাঝে মধ্যেই । দ্বিতীয় উইকেটে মার্শ ও ওয়ার্নারের ১৪৪ রানের দুরন্ত পার্টনারশিপটাই দিল্লীর জয় এনে দেয়।
খেলা
প্লে অফের দৌড়ে টিকে রইল দিল্লী
- by janatar kalam
- 2022-05-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this