জনতার কলম প্রতিনিধিঃ- আবারও ফের একবার লখনউ সুপার জায়ান্টকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। প্রথম সাক্ষাতে পাঁচ উইকেটে জিতেছিল হার্দিক পান্ডিয়ার দল। আর দ্বিতীয়বার কে এল রাহুলের দলকে ৬২ রানে হারিয়ে চলতি আইপিএল-এর প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল গুজরাত। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক। ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল জুটি এ দিনও নেমেছিলেন ওপেনিংয়ে। কিন্তু আগের ম্যাচগুলোর মতো এ দিন দিনটা ভাল ছিল না পাপালির। মাত্র ৫ রান করে মহসিনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ম্যাথু ওয়েড ও হার্দিকও। প্রথম জন ১০ ও গুজরাত অধিনায়ক ১১ রান করে ফিরে যান। তবে এরপর ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শুভমন। শেষ পর্যন্ত টিকেও ছিলেন। আইপিএলে নিজের ১৪ তম অর্ধশতরান হাঁকালেন গিল। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাবের এই তরুণ ব্যাটার। ডেভিড মিলার ২৬ রান করে ফিরে যান হোল্ডারের শিকার হয়ে। শেষ দিকে ১৬ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। লখনউয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার আবেশ খান। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মহসিন খান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব ধীরে করেন লখনউয়ের দুই ওপেনার কুইন্টন ডিকক ও কে এল রাহুল। লখনউকে প্রথম ধাক্কা দেন যশ দয়াল। ডিকককে ১১ রানের মাথায় সাজঘরে ফেরান তিনি। রাহুলকে আউট করেন মহম্মদ শামি। পাওয়ার প্লে-র শেষ ওভারে করণ শর্মাকে আউট করেন দয়াল। ৩৩ রানে ৩ উইকেট পড়ে যায় লখনউয়ের।দীপক হুডা কিছুটা চেষ্টা করেন। তিনি এক দিকে টিকে থাকলেও অন্য দিকে পর পর উইকেট পড়ছিল। ক্রুণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডাররা কেউ রান পাননি। নিয়মিত ব্যবধানে উইকেট তুললেন রাশিদ খান ও সাই কিশোর। শেষ পর্যন্ত ৮২ রানে শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। ৬২ রানে ম্যাচ জেতে গুজরাত।
খেলা
আই পি এল ২০২২ এ প্রথম দল হিসেবে প্লে অফে গেল গুজরাত টাইটান্স
- by janatar kalam
- 2022-05-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this