2024-12-19
agartala,tripura
খেলা

ক্রীড়া সাংবাদিকদের ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল-এর পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

গত মরশুমে সাফল্যের সঙ্গে খেলে আসা অভিষেক দে’র নেতৃত্বাধীন সাংবাদিক ক্রিকেট দলের সকল সদস্যদের পাশাপাশি কর্মরত ক্রীড়া সাংবাদিকদের ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল-এর পক্ষ থেকে সাম্প্রতিক করোনা আবহে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার বন্টন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় আগরতলা নেতাজি চৌমুহনীস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ভবন প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি অনুযায়ী সম্পূর্ণভাবে দৈহিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, যুগ্ম-সচিব সরযূ চক্রবর্তী প্রমূখ সাংবাদিক ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন। করোণা আবহে প্রথম সারির যোদ্ধা হিসেবে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে পর্ষদ সচিব শ্রীরক্ষিত সকলকে সুস্থ থাকার আশা ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service