জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ২-মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলাবাগানস্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অত্যাধুনিক বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা ও আইন দপ্তরের মাননীয় মন্ত্রী তথা মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী রতন লাল নাথ এবং যুব ক্রীড়া এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বলেন খেলাধুলা মানুষের শারীরিক, চারিত্রিক এবং মানসিক বিকাশে সহায়ক । যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন । সেই ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে এই ধ্বংসাত্মক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তবেই আমরা সফল হতে পারবো । তাছাড়া রাজ্য সরকারও ছাত্রছাত্রী ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক শ্ৰী দেবপ্রিয় বর্ধন,মোহনপুর পৌরসভার চেয়ারপার্সন শ্রীমতি অনিতা দেবনাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা,মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত সহ এলাকার অসংখ্য ক্রীড়াপ্রমীরা
খেলা
ক্রীড়ামন্ত্রীর হাতে অত্যাধুনিক বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
- by janatar kalam
- 2022-04-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this