জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার আমতলী বিদ্যালয় মাঠে শুরু হল কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচ। এবারের ফাইনাল ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী দল, যুবরাজনগর এবং বিশালগড় দাস মেডিক্যাল। গত চার বছর ধরেই চলে আসছে, সুর্যমনী নগর বি জে পি মন্ডল আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট। যাকে ঘিরে বুধবার সকাল থেকেই আমতলী বিদ্যালয় মাঠে ছিল হাজার হাজার ক্রিকেট প্রেমীদের ভীড়। এদিন মাঠে খেলা দেখতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল, সুশান্ত চৌধুরী, বি জে পি রাজ্য সভাপতি মানিক সাহা ও সমাজ সেবীকা নীতি দেব। এই বছরের খেলায় চ্যাম্পিয়ন টিম পুরস্কার হিসেবে পাবে একটি গাড়ি, রানার্স দলের জন্য রয়েছে নগদ ৫০ হাজার টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচ পাবেন একটি মোটরসাইকেল।
খেলা
বুধবার অনুষ্ঠিত হল কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচ
- by janatar kalam
- 2022-02-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this