2024-12-19
agartala,tripura
খেলা

রাখাল সিল্ড নক আউটের অনুশীলনে এগিয়ে চলো

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩-২৪ সালের রাখাল শিল্ড নক আউট ও চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে গত বারের শিল্ড চ্যাষ্পিয়ন এগিয়ে চলো সংঘ। দলের হেড কোচ সুজিত হালদার ও সহকারী কোচ কর্নেন্দু দেববর্মা দলের ফুটবলারদের অনুশীলন করাতে দেখা যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ইতিমধ্যে এগিয়ে চলো সংঘে মনিপুর,মিজোরাম ও কোলকাতা থেকে ৪ জন ফুটবলার এসে যোগ দিয়েছে। এক সাক্ষাৎকারে এগিয়ে চলো সংঘের সদস্য জানান , দ্বিমুকুট জয়ের লক্ষ্য নিয়েই এবছর দল গঠন করা হয়েছে। আগামি কিছু দিনের মধ্যে সম্পূর্ণ দল এগিয়ে চলো সংঘের শিবিরে এসে যোগ দেবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service