2024-12-14
agartala,tripura
খেলা

টেস্টে চতুর্থ শতক পাকিস্তানের আবদুল্লাহ শফিকের

জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রীলঙ্কার বিপক্ষে সিংহলি স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক। টেস্ট কেরিয়ারের চতুর্থ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় শতক করেন শফিক। ১৪৯ বলে শতরান করে এখন ১৫০ রানও সম্পূর্ণ করেছেন তিনি। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে শফিকের প্রতিপত্তি বেড়েছে।১৪ টেস্টে ৪৮-এর বেশি গড়ে ১,১০০-র বেশি রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে চারটি করে শতক এবং অর্ধশতক। শ্রীলঙ্কার বিপক্ষে চার টেস্টে অংশ নিয়ে ৬০-এর অধিক গড়ে ৩০০-এর অধিক রান করেছেন। ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পাকিস্তানের হয়ে দুর্দান্ত খেলেন শফিক। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তাঁর আগে ছিলেন শুধুমাত্র পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service