জনতার কলম ওয়েবডেস্ক :- একদিনের সিরিজে দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, দলে ফিরলেন শিমরন হেটমায়ার ও ওশেন থমাস।বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ নেই। সেই হতাশা কিছুটা কমানোর সুযোগ ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে। ইতিমধ্যেই টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের। ২৭ জুলাই (বৃহস্পতিবার)থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তারই দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।দলের দুই তারকা ক্রিকেটার জেসন হোল্ডার এবং নিকোলাস পুরানকে ছাড়াই ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল বেছে নিল ওয়েস্ট ইন্ডিজ।দলে সবচেয়ে বড় চমক শিমরন হেটমায়ার।ওয়ান ডে স্কোয়াডে ফেরানো হয়েছে এই বাঁ হাতি ব্যাটসম্যানকে। তেমনই দলে জায়গা করে নিয়েছেন পেসার ওশেন থমাস। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শেই হোপই। সহ-অধিনায়ক রোভম্যান পাওয়েল।দেখে নেব গোটা দলের তালিকা-ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত স্কোয়াড- শেই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ অধিনায়ক), অ্যালিক আথানেজ, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোতি, জেডন সিলস, রোমারিও শেপার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশেন থমাস।
খেলা
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দল ঘোষণা
- by janatar kalam
- 2023-07-25
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this