2024-12-14
agartala,tripura
খেলা

সুপার চারে কৈলাসহরের ফুলো ঝানু অ্যাটলেটিকস ক্লাব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যেই সমাপ্ত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের লড়াই। আর এই লড়াইয়ে চতুর্থ দল হিসেবে সুপার ফোর খেলার যোগ্যতা অর্জন করে নিল উনকোটি জেলার কৈলাসহরের ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব। এর আগে সুপার ফোর নিশ্চিত করে ত্রিপুরা স্পোর্টস স্কুল, জম্পুইজলা প্লে সেন্টার এবং কিল্লা মর্নিং ক্লাব। সোমবার টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত ম্যাচে সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইকফাই এফ সির বিরুদ্ধে লড়াইয়ে নামে ফুলো ঝানু। নির্ধারিত সময়ের লড়াইয়ে এদিন প্রতিপক্ষদের গোলের বন্যায় ভাসিয়ে সুপার ফোর নিশ্চিত করলো ফুলো ঝানু। গোটা ম্যাচে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ইকফাই দলের মহিলা ফুটবলাররা। তাদের দুর্বলতার সুযোগগুলিকে কাজে লাগিয়ে ১৭-০ গোলের ব্যবধানে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেয় ফুলো ঝানু। জয়ী দলের পক্ষে জোড়া হ্যাট্রিকসহ সাতটি গোল করে দিপালী হলাম।। একই সাথে হ্যাটট্রিকসহ সুপ্রিয়া করে পাঁচটি গোল। মূলত দিপালী ও সুপ্রিয়ার লড়াকু মনোভাবেই এদিন বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সুপার নিশ্চিত করে ফুলো ঝানু।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service