জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের আগে শুধু ক্রিকেটারদের নয়, বিশ্রামে পাঠানো হচ্ছে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়-সহ তাঁর ডেপুটিদের। একটি ক্রিকেট ওয়েবসাইট এই দাবি করেছে। ওই ক্রিকেট ওয়েব সাইটের খবর, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই দেশে ফিরে আসবেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পরশ মামরে। তাঁদের বদলে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলকে কোচিং করাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং এনসিএ-র সাপোর্ট স্টার্ফরা। এর আগে বিদেশ সফরে দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলকে কোচিং করিয়েছেন লক্ষ্মণ।
মূলত দুটি কারণে এই ফর্মূলা প্রয়োগের কথা ভাবা হচ্ছে। পরপর সিরিজ যেমন ক্রিকেটারদের দখলের কারণ, তেমনই চাপ তৈরি করেছে দ্রাবিড় তাঁর কোর টিমের উপরেও। তাই বিশ্বকাপের আগে মহড়া হিসাবে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া। বোর্ড চাইছে এই টুর্নামেন্টে নতুন ভাবনা নিয়ে ফিরুন রাহুল দ্রাবিড়। যা রোহিত শর্মা এবং তাঁর টিমকে উপকৃত করবে। সেই কারণে, আয়ারল্যান্ড সফরে লক্ষ্মণের হাতে ছেড়ে দেওয়ার ভাবনা প্রায় সরকারি হওয়ার দোরগোড়ায় দাড়িয়ে আছে।এদিকে, শোনা যাচ্ছে ত্রিনিদাদ টেস্টের আগেই ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকর। বিশে জুলাই থেকে লারার মাঠে খেলতে নামবেন রোহিত, বিরাটরা।
Leave feedback about this