জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সুস্থ জীবন শৈলী অভ্যাসের এবং নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ও ওষুধের চাহিদা কমানোর জন্য ভারত সরকার নেশা মুক্ত ভারত অভিযান নামে একটি জাতীয় ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করে। সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়িত করার। এই প্রকল্পের মাধ্যমে নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল কমিউনিটি ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কর্মসূচি নেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নের প্রতিরোধমূলক শিক্ষা, আক্রান্ত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, চিকিৎসা পুনর্বাসন ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ ক্রীড়া প্রশিক্ষণ ইত্যাদি প্রদানের কর্মসূচি থাকবে। এই সিদ্ধান্ত অনুসারে ত্রিপুরা সরকার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরকে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য দায়িত্ব অর্পণ করেন। ক্রীড়া দপ্তর তার মনোনীত একটি এনজিওর সহযোগিতায় শুরু করে কাজ। এই এনজিও সংস্থা সারা রাজ্যে প্রতিটি ব্লকে ভলিবল প্রশিক্ষণের মাধ্যমে নেশায় আসক্ত ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করে। এই কর্মসূচিতে ভলিবল প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা রাজ্যের ৯০ জন প্রাক্তন ভলিবল খেলোয়াড়কে প্রশিক্ষক হিসেবে সংস্থা নির্বাচিত করে এবং তাদেরকে নিয়ে এক কর্মশালার আয়োজন করে আগরতলা এনএসআরসিসিতে। কর্মশালায় জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন প্রশিক্ষকের মাধ্যমে এই প্রশিক্ষণ করা হয়। এছাড়া সারা রাজ্যে আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদেরকে সচেতন করা ইত্যাদি কর্মসূচি স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আশা কর্মীদের মাধ্যমে শুরু করার উদ্যোগ নেওয়া হয়। শনিবার বিকেলে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সরকারিভাবে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। যার উদ্বোধন করেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় । উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক মন্ত্রী শ্রী রায় ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, আয়োজক সংস্থার পক্ষে উমা ভট্টাচার্য, দপ্তরের অধিকর্তা এস বি নাথ প্রমুখ।
খেলা
নেশা থেকে বিরত থাকুন, সুস্থ ও সুন্দর জীবন যাপন করুন : মন্ত্রী টিঙ্কু রায়
- by janatar kalam
- 2023-07-15
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this