2024-09-19
agartala,tripura
খেলা

বাংলাদেশ সফরের জন্য ভারতীয় মহিলাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় ক্রিকেট বোর্ড রবিবার তাদের আসন্ন বাংলাদেশ সফরের জন্য ভারতীয় মহিলাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। “মহিলা নির্বাচন কমিটি বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য যথাক্রমে ভারতের দল বেছে নিয়েছে। ছয়টি ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) অনুষ্ঠিত হবে। বিসিসিআই এক বার্তায় বলেছে।

মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) ছয়টি ম্যাচই খেলা হবে,” বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে বলেছে। হরমনপ্রীত কৌর উভয় ফরম্যাটেই দলের নেতৃত্ব দেবেন এবং স্মৃতি মান্ধানা উভয় ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে কাজ করবেন। সিনিয়র পেসার শিখা পান্ডে, পেসার রেণুকা সিং ঠাকুর এবং ব্যাটার রিচা ঘোষ দলে জায়গা করে নিতে ব্যর্থ। রাধা যাদব এবং রাজেশ্বরী গায়কওয়াডও অনুপস্থিত রয়েছেন দলে। তুলনামূলক ভাবে অনভিজ্ঞ স্পিন আক্রমণে যেতে বেছে নিয়েছে ভারত।

সফরটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে এবং প্রথম ম্যাচটি ৯ই জুলাই অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে ১১ ও ১৩ই জুলাই অনুষ্ঠিত হবে।

ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমাহ রদ্রিগেস, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রি (উইকেটরক্ষক), আমনজ্যোত কৌর, এস মেঘনা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বেরেডি, মিন্নু মানি।

ভারতের ওডিআই দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক ), দীপ্তি শর্মা, শফালি বর্মা, জেমিমাহ রড্রিগে, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রি (উইকেটরক্ষক), আমানজ্যোত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service