জনতার কলম ওয়েবডেস্ক :- ধোনির মাটিতে ধোনির ম্যাজিক ম্লান করে আইপিএলের নখ দাঁত কামড়ানো ম্যাচ জিতে গেল পাঞ্জাব কিংস। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। মাথিস পাথিরানার ওপর দায়িত্ব ছিল ৮ রান ডিফেন্ড করা। প্ৰথম পাঁচ বলে পাথিরানা মাত্র ৫ রান খরচ করে সিএসকেকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতানোর মুখে চলে এসেছিলেন।তবে সিকান্দার রাজাই ধোনির সামনে শের হিসাবে আবির্ভূত হন। শেষ বলে পাঞ্জাবের হয়ে তিন রান তুলে দেন তারকা।
খেলা
শেষ বলের জিতে ইতিহাস পাঞ্জাব কিংসের
- by janatar kalam
- 2023-04-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this