2024-12-19
agartala,tripura
খেলা

প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করল দিল্লি ক্যাপিটালস

জনতার কলম ওয়েবডেস্ক :- মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করল দিল্লি ক্যাপিটালস। লিগ পর্বের শেষ ম্যাচে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ৫ উইকেটে হারিয়ে দেয় ইউপি ওয়ারিয়রজকে। এর আগে, আরসিবিকে মুম্বই ইন্ডিয়ান্স হারালেও নেট রানের নিরিখে দিল্লিকে পিছনে ফেলতে পারেনি।শুক্রবার এলিমিনেটরে মুম্বইয়ের প্রতিপক্ষ ইউপি।

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়রজকে ১৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টস জিতে ইউকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। তাহলিয়া ম্যাকগ্রার ৩২ বলে অপরাজিত ৫৮ ও অধিনায়ক অ্যালিসা হিলির ৩৪ বলে ৩৬ রানের সৌজন্যে ইউপি ওয়ারিয়রজ ৬ উইকেটে ১৩৮ রান তোলে। অ্যালিস ক্যাপসি ২৬ রানে তিন উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা।জবাবে খেলতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক মেগ ল্যানিং ২৩ বলে ৩৯ ও অ্যালিস ক্যাপসি ৩১ বলে ৩৪ রান করেন। মারিজান কাপ ৩১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শবনিম ইসমাইল ২টি উইকেট নেন। এই জয়ের ফলে দিল্লির ৮ ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ১২। নেট রান রেট হয় ১.৮৫৬। মুম্বই ইন্ডিয়ান্সও ১২ পয়েন্ট সংগ্রহ করে, তবে তাদের নেট রান রেট ১.৭১১।এর আগে, নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ বল বাকি থাকতে চার উইকেটে পরাস্ত করে মুম্বই ইন্ডিয়ান্স। টানা ২টি ম্যাচে হারার পর লিগের শেষ ম্যাচে ফের জিতল হরমনপ্রীত কৌরের দল। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১২৫। রিচা ঘোষ ও এলিস পেরি- দুজনেই ২৯ রান করেন। অধিনায়ক স্মৃতি মান্ধানা করেন ২৪। অ্যামেলিয়া কের তিনটি এবং ন্যাট সিভার-ব্রান্ট ও ইসি ওং ২টি করে উইকেট নিয়েছেন। জবাবে ১৬.৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। কের ২৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। যস্তিকা ভাটিয়া ৩০, হেইলি ম্যাথিউজ ২৪ রান করেন। হরমনপ্রীত আউট হন ২ রানে। কণিকা আহুজা নেন ২ উইকেট।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service