2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা দূরীকরণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে : দীপা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের হাসপাতাল গুলির ব্লাড ব্যাংক গুলিতে চলছে চরম রক্তের সংকট। আর এই সংকটের দরুন প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে মুমূর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবা। চাহিদার তুলনায় যোগান অনেকটা কম থাকায় বিগত বেশ কিছুদিন ধরেই মুমূর্ষ রোগীদের চিকিৎসা চলছিল ডোনারদের সাহায্যে। যা নিয়ে উদ্বিগ্ন ব্লাড ব্যাংক গুলির কর্তৃপক্ষ থেকে শুরু করে চিকিৎসকরা। তাই ভোটের দামামা শেষ হতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দল এর কাছে আহ্বান জানায় স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনের। আর তাদের এই আহবানে এবার এগিয়ে এলো ত্রিপুরা ক্রীড়া পর্ষদ। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল রাজধানীর আগরতলার এনআরসিসিতে। ক্রীড়া পরিষদের উদ্যোগে এদিন আয়োজিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। উদ্দেশ্য একটাই ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা খানিকটা দূরীকরণ। পর্ষদের এই মহতী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন খ্যাতনামা জিমন্যাস্ট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বিজয়ী রাজ্যের গর্ব সোনার মেয়ে দীপা কর্মকার। এছাড়াও ছিলেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী সহ পর্ষদের অন্যান্য কর্মকর্তারা। এই শিবিরকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে এদিন লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়ে দীপা কর্মকার রাজ্যের প্রতিটি অংশের মানুষের কাছে আহ্বান জানান, বর্তমান পরিস্থিতিতে ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা দূরীকরণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service