জনতার কলম প্রতিনিধিঃ- কানপুরে টেস্ট ড্রয়ের পর মুম্বইতে কিউয়ি-বধ ভারতের। ওয়াংখেড়েতে আজ চতুর্থ দিনের খেলা শুরু হতেই ভারতীয় বোলারদের দাপটে চাপে ছিল নিউজিল্যান্ড। জয়ন্ত যাদবের দুর্দান্ত স্পেলে কার্যত বশ্যতা স্বীকার করে নিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন ম্যাচ শুরুর এক ঘণ্টা যেতে ৩৭২ রানে কিউয়িদের গুটিয়ে ম্যাচ ও সিরিজ মুঠোয় পুরল বিরাট-বাহিনী। কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে ছিল নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ছিল ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ৫ উইকেট। সেই রেজাল্ট নিয়েই এদিন মাঠে নামে দুই দল। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার টেস্টেও শেষ হাসি হাসল ভারত।
খেলা
দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড কে হারিয়ে শেষ হাসি হাসল ভারত
- by janatar kalam
- 2021-12-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this