2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় হকি দল

জনতার কলম ওয়েবডেস্ক :- ১৮ সালের পর দ্বিতীয়বার হকি বিশ্বকাপের আয়োজন করতে চলেছে ভারত। ওড়িশার ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় ১৩ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে পুরুষদের হকি বিশ্বকাপ ২০১৩। ১৯৭৫ সালে একবারই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারত। ২০১৮ সালে নিজেদের ঘরের মাঠে হারতে হয়েছে তাদের। দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় হকি দল। ভারতীয় হকি দলের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।

সম্প্রতি হকিতে ভালো পারফরম্যান্স মেলে ধরেছেভারত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের পর এবং গত বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জয় করে তাঁরা। হকি বিশ্বকাপে কঠিন পুলে রয়েছে ভারত। স্পেন, ওয়েলস এবং ইংল্যান্ডের সঙ্গে পুল ‘ডি’তে রয়েছে হারমানপ্রীতের দল। ১৩ জানুয়ারি স্পেনের বিপক্ষে লড়াই দিয়ে অভিযান শুরু হবে ভারতীয় হকি দল।

এই টুর্নামেন্টের জন্য হকি ইন্ডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে তারুণ্য এবং অভিজ্ঞতার নিখুঁত সংমিশ্রণ রয়েছে। মনপ্রীত সিংকে সরিয়ে হরমনপ্রীত সিংকে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন অমিত রোহিদাস। পাশাপাশি হরমনপ্রীতের সঙ্গে ড্র্যাগফ্লিকিং দায়িত্বও সামলাবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service