2024-12-30
Ramnagar, Agartala,Tripura
খেলা

ব্যায়াম ও খেল সামগ্রী আরো বিতরণ হবে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে : অভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা দিয়ে এবার এলাকার সামাজিক সংস্থা গুলির খেলাধুলা এবং শরীরচর্চার জন্য পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য দিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। রবিবার বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে ছাত্র সংঘ ব্যায়ামাগারে জন্য ব্যায়ামের সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিত দত্ত ও আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্য ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্পোরেটর অভিষেক দত্ত জানান, এলাকার আরো দুইটি ক্লাবে ক্রীড়া ও ব্যায়ামের সামগ্রী তুলে দেওয়া হবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা থেকে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service