2024-12-20
agartala,tripura
খেলা

চেলসি’কে হারাল ম্যানচেস্টার সিটি

জনতার কলম ওয়েবডেস্ক :- চেলসি’কে হারাল ম্যানচেস্টার সিটি। গত বৃহস্পতিবার রাতে চেলসি প্রিমিয়ার লিগে গ্রাহাম পটারের দলটির মুখোমুখি হয়েছিল পেপ গুয়ার্দিওলা’র দলটি। এই দিন দ্য ব্লুজ’কে এক গোলে হারিয়ে লিগ টেবলে নিজেদের জায়গা আরও মজবুত করল নীল ম্যানচেস্টার। এই দিন চেলসির ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ছন্দে ছিলেন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা।ম্যাচের পঞ্চম মিনিটেই চোট পান চেলসির রহিম স্টারলিং। তাঁর বদলে মাঠে নামেন অবামিয়াং। আক্রমনাত্মক মেজাজে খেললেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি সিটিজেন’রা। গোলশূন্য ফলাফল নিয়েই বিরতিতে ফেরেন তাঁরা। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যেই জয়সূচক গোলটি পেয়ে যায় ম্যান সিটি। ৬৩ মিনিট নাগাদ জ্যাক গ্রিলিসের দেওয়া বলে গোলটি করে দেন রিয়াদ মাহরেজ (১-০)। এই সুবাদে এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়েন তাঁরা। এই দিন জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্ৰহ করল ম্যান সিটি। ইপিএল লিগ টেবলের দ্বিতীয় স্থানে রইল তারা। ম্যান সিটির বিপক্ষে হারের ফলে লিগ টেবলের দশম স্থানেই রইল চেলসি। সমসংখ্যক ম্যাচে তাদের সংগ্রহিত পয়েন্ট ২৫।

ইপিএল-এর অপর একটি ম্যাচে ক্রিস্টাল প্যালেস’কে চার গোলে হারাল টটেনহ্যাম হটস্পার (৪-০)। দুটি গোল করেন হ্যারি কেন এবং একটি করে গোল দেন দোহার্তি ও সন। অন্যদিকে উলভসের বিরুদ্ধে ড্র করল অ্যাস্টন ভিলা (১-১)।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service