2024-09-20
agartala,tripura
খেলা

এশিয়া কাপের শুরুতেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান

জনতার কলম ওয়েবডেস্ক :- এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিল এশীয় ক্রিকেট কাউন্সিল। এই সংস্থার শীর্ষ কর্তা আবার জয় শাহ। যিনি ভারতীয় বোর্ডের সচিবও বটে। এদিন সকালে একটি টুইট করেছেন। তাতে উল্লেখ করেছেন আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হবে। ওই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।পাশাপাশি তিনটি দল হল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ ম্যাচের শুরুতেই মহারণ দেখা যাবে।
শুধু এশিয়া কাপ নয় আগামী দুই বছরের বাকি আসরের সূচিও ঘোষিত হয়েছে। এদিকে গতবছর এশিয়া কাপে ভারত গ্রুপ পর্বে পাকিস্তানকে হারালেও সুপার ফোরে হেরে যায় ভারত। ফাইনালে যদিও পাক দল পারেনি শ্রীলঙ্কার কাছে।
দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভাল না হওয়ায় এখন কোনও সিরিজ হচ্ছে না। কবে হবে তাও ঠিক নেই। তাই এই পরিস্থিতিতে এশিয়া কাপ ও আইসিসি ম্যাচগুলিই ভরসা।

ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ ম্যাচে জেতে ভারতই। গত টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির দুরন্ত ইনিংসে ভর করে ভারত জিতে যায় দারুণভাবে। সেই ম্যাচ জিতে অবশ্য ভারতের সুবিধে হয়নি। তারপর হেরে যায় ইংল্যান্ডের কাছে। সেই ব্রিটিশদেরকাছেই আবার পাক দল হেরে গিয়ে খেতাব হারিয়েছিল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service