2024-11-16
agartala,tripura
খেলা

অশ্বিন-শ্রেয়াসের ব্যাটে রুদ্ধশ্বাস জয় ভারতের

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশের বিরুদ্ধে মীরপুর টেস্টে কষ্টার্জিত জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের অবস্থান আরও মজবুত করল ভারত। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিকটতম দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার থেকে ব্যবধান বাড়িয়ে নিতে সফল হল ভারত।অশ্বিন-শ্রেয়াসের ব্যাটে রুদ্ধশ্বাস জয় ভারতের, দ্বিতীয় টেস্টেও হার বাংলাদেশের।দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার থেকে এগিয়ে ভারত।বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জেতার পর ২৪ পয়েন্ট সংগ্রহ করে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। তাঁরা দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান মজবুত করল। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পরেই ভারতের অবস্থান। পয়েন্ট এবং পয়েন্ট সংগ্রহের শতকরা হারের নিরিখে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার থেকে এগিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে প্রায় নিশ্চিত।ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে এখন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় থেকেও ম্যাচ হারতে বসেছিল ভারত। ভারত যদি এই ম্যাচ হেরে সিরিজ ড্র করত, তাহলে সুবিধাজনক জায়গা হারাত। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে প্রায়। এবার তাঁদের চ্যালেঞ্জার কে হবে, তা নির্ধারণ শুধু বাকি।বাংলাদেশের বিরুদ্ধে মীরপুর টেস্টে হারের পর ভারতের সংগ্রহে রয়েছে ১৪ ম্যাচে ৫৮.৯৩ গড়ে ৯৯ পয়েন্ট। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে ১১ ম্যাচে ৫৪.৫৫ গড়ে ৭২ পয়েন্ট। আর শ্রীলঙ্কার ১০ ম্যাচে ৫৩.৩৩ শতকরা হারে সংগৃহীত পয়েন্ট গড়ে ৬৪।ভারতের হাতে রয়েছে একটি মাত্রা সিরিজ। ঘরের মাঠে ভারত খেলবে চার ম্যাচের সিরিজ। এই সিরিজ জিতলে ভারতের কোনও অসুবিধাই হবে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। আপাতত চারটি দেশের মধ্যে এই লড়াই সীমাবদ্ধ। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে।দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে পিছিয়ে রয়েছে। তারা যদি হারে তবে ভারত আরও সুবিধা পাবে। এই সিরিজ অস্ট্রেলিা এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। অন্যদিকে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারে তবে ছিটকে যাবে ফাইনালের দৌড় থেকে। ভারতের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি্পের ফাইনাল হয়েছিল ভারত ও ইংল্যান্ডের সঙ্গে। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইংল্যান্ড। এবার ইংল্যান্ড আগেই ছিটকে গিয়েছে। তারা বর্তমানে রয়েছে ৫ নম্বর স্থানে। ২২ ম্যাচে ৪৬.৯৭ শতকরা হারে তাদের সংগৃহীত পয়েন্ট ১২৪। এবার লড়াইয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১৩ ম্যাচে ৭৬.৯২ শতকরা হারে মোট পয়েন্ট ১২০। এবারও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service