2024-12-19
agartala,tripura
খেলা

ফরওয়ার্ড ক্লাব লালবাহাদুরের মধ্যে মারামারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফুটবল মানেই দুই পক্ষের খেলোয়ারদের মধ্যে উত্তেজনা। ফুটবল মাঠের উত্তেজনার ইতিহাস বহু পুরানো। ক্লাবে ক্লাবে দ্বন্দ্ব হাতাহাতি মারপিট প্রায়ই হতে শোনা যায়। এবার ফুটবল খেলোয়াড়দের মধ্যে মারপিটের ঘটনা ঘটলো উমাকান্ত স্টেডিয়ামে। খেলা ছিল লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরোয়ার্ড ক্লাবের মধ্যে |খেলার মাঝেই একসময় দুই দলের খেলোয়ারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারপিট শুরু হয়ে যায় মাঠের মধ্যেই। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় মাঠের ভিতরে মারপিটের ঘটনা আয়ত্তে আসলেওমাঠের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের দর্শকদের মধ্যে। শুরু হয়ে যায় হাতাহাতি।ঘটনায় বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছে বলে খবর। তবে পুলিশ ও টিএসআর বাহিনী অল্প কিছুক্ষণের মধ্যেই আয়ত্তে নিয়ে আসে ঘটনা। বন্ধ হয়ে যায় ম্যাচ। এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যেও। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service