জনতার কলম ওয়েবডেস্ক :- মুখোমুখি হচ্ছে মরক্কো আর ক্রোয়েশিয়া। তবে বিশ্বকাপ জেতার লড়াইয়ে না বিশ্বকাপের তৃতীয় স্থান দখলের লড়াইয়ে। ফাইনালিস্ট ও রানার্স আপ বাদ দিলে তৃতীয় স্থানের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে তারা। একই বিশ্বকাপে দ্বিতীয়বারের মত মুখোমুখি হচ্ছে মরক্কো আর ক্রোয়েশিয়া। তবে বিশ্বকাপ জেতার লড়াইয়ে না বিশ্বকাপের তৃতীয় স্থান দখলের লড়াইয়ে। ফাইনালিস্ট ও রানার্স আপ বাদ দিলে তৃতীয় স্থানের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে তারা। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। প্রথম সেমিফাইনালেই আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়েছে লুকা মদ্রিচদের। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মাথা উচু করে মাঠ ছেড়েছে মরক্কোর দল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। চাওয়ার চেয়েও এবার অনেক বেশি অর্জন করেছে এই দল। মরক্কোর স্বপ্ন ছিল ফাইনাল, কিন্তু সেটা আর হয়ে উটলোনা। তবে যতদূর এসেছে দল, সেটা নিয়েও গর্বিত আফ্রিকান এই দেশ ও সমর্থকেরা। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচও এই ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তিনি বলেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্ব পূর্ণ। সে গ্রুপ পর্ব হক, ফাইনাল হক , বা তৃতীয় স্থানের জন্য লড়াইয়ের ম্যাচ। কোনও ম্যাচই আমরা হলকাই নিচ্ছি না। আমার হয়তো বিশ্বকাপ জিততে পারেনি। তবে তৃতীয় স্থান টা আমরাই জিতব। দুই দলই তাদের সবটা দিয়ে লড়েছে তবুও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারিনি তারা। মরক্কো দেখিয়েছে কি করে বড় বড় দলকে হারিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া যায় না ভেবে না ভয় পেয়ে। আর ক্রোয়েশিয়া দেখিয়েছে কিভাবে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে লড়তে হয়, হাল না ছেড়ে শুধু নিজেদের উপর বিশ্বাস একটা জয়ের জন্য যথেষ্ট।
খেলা
তৃতীয় স্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মরক্কো আর ক্রোয়েশিয়া
- by janatar kalam
- 2022-12-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this