2024-12-20
agartala,tripura
খেলা

অনূর্ধ্ব ১৬ ফুটবলার বাছাইপর্বে রাজ্যে এসেছে শেইন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের উদীয়মান ফুটবলারদের উজ্জল ভবিষ্যতের দিকে লক্ষ রেখে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৬ বছর ফুটবলার বাছাইপর্ব। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া প্রতিবছর খেলোয়াড় বাছাই করে ঝাড়খণ্ডের বোকারো ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য নিয়ে যায়। সেখানে তাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত খরচ বহন করে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এবছর বাছাই পর্বের জন্য আয়োজন করা হয়েছে দুই দিনের শিবির।তার জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া থেকে তিনজন সিলেক্টর রাজ্যে এসেছেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service