জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা মহাত্মা গান্ধী প্লে সেন্টার ও মনমোহন দাস প্লে ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম মনমোহন দাস স্মৃতি প্রাইজ মানি নক আউট ভলিবল টুর্নামেন্টকে সামনে রেখে এবছর প্রথমবারের মতো আয়োজন করা হয় উন্মুক্ত ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকালে মহাত্মা গান্ধী স্কুল ময়দান থেকে শুরু হয় এই দৌড়। পুরুষদের পাঁচ কিমি ও মহিলাদের তিন কিমি দৌড় প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১১৭ জন প্রতিযোগী অংশ নেয়। এতে পুরুষ বিভাগে প্রথম স্থান দখল করে নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে সাই স্যাগের সৌরভ হোসেন ও রানির বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন। অপরদিকে মহিলা বিভাগে প্রথম ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্মী রানী ত্রিপুরা এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে সিপিসির স্নিগ্ধা চৌধুরী ও রানীর বাজার প্লে সেন্টারের রাধা দেবনাথ। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সকালে সবুজ পতাকা নেড়ে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা জিমনাস্টিক এসোসিয়েশনের সভাপতি রাজিব ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, আগরতলা পৌর নিগমের কর্পোরেটর সুখময় সাহা ও অঞ্জনা দাস।
খেলা
ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা জিমনাস্টিক এসোসিয়েশনের সভাপতি রাজিব ভট্টাচার্য,
- by janatar kalam
- 2022-11-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this