জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাঠগুলি রক্ষণাবেক্ষণের অভাবে অসামাজিক কার্যকলাপের নিরাপদ স্থান হয়ে উঠেছে এখন। রাতের আঁধারে মাঠে চলে নেশা কারবারীদের আড্ডা। এতে করে বিষাক্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ। শুধু তাই নয়, একাংশ আবার মাঠকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে চলেছে। যার জ্বলন্ত উদাহরণ হল রাজধানীর জগহরিমুড়া সুরজ সংঘ ও রাম ঠাকুর সংঘ সংলগ্ন মাঠটি। দীর্ঘদিন ধরে এই মাঠটি নানা সমস্যায় জর্জরিত। শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে স্থানীয় ছেলেমেয়েরা খেলাধুলা করার সুযোগ থেকে বঞ্চিত। তাই এই বিষয়টি সরোজ সংঘ ক্লাবের কর্মকর্তারা তুলে ধরেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে। ক্লাব কর্মকর্তাদের অভিযোগ খতিয়ে দেখতে এবং মাঠের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে শুক্রবার মাঠটি পরিদর্শন করলেন মেয়র। পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস ও বিজেপি বনমালীপুর মন্ডল সভাপতি দীপক কর সহ স্থানীয় দুই ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা। এদিন মাঠটি পরিদর্শন করে মেয়র ক্লাব কর্মকর্তা ও স্থানীয়দের সাথে কথা বলে আশ্বস্ত করেন খুব শীঘ্রই মাঠের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে আগরতলা পুর নিগম প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
খেলা
মাঠের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে শুক্রবার জগহরিমুড়াস্থিত মাঠটি পরিদর্শন করলেন মেয়র
- by janatar kalam
- 2022-11-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this